চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের পরিচিতিসভা ও হুইপ ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচিত ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটির পরিচিতিসভা ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পরিচিতিসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। নবনির্বাচিত চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে হুইপের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন ম-ল। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, আসন গ্রহণ ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ নির্বাচিত সকল সদস্যের সাথে পরিচিত হন। পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সহসভাপতি ইসলাম উদ্দীন, আব্দুল মজিদ, ইউনুছ খান (রাজু), আব্দুস সালাম, এমদাদুল হক, জাহাঙ্গীর আলম, ফারুক হোসেন, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, শ্রী বিরাট কুমার বিশ্বাস, আব্দুস সালাম, মেহের আলী, মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (কেতু), মিরাজুল ইসলাম নান্টু, মুক্তার হোসেন (মিলন), আব্দুল হান্নান, কাছেদ আলী, সোয়েব আক্তার, সহসাধারণ সম্পাদক শ্রী রবিন কুমার সাহা, আব্দুস সামাদ লালা, নাজিদ উদ্দিন, শেক আরিফ হাসান, খাঁন জাহান আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, ছাইদুর রহমান, হেলাল উদ্দিন, আব্দুল গফুর, সিরাজুল ইসলাম, জুলিয়াস আহম্মেদ মিল্টু, সহসাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ইদু, হান্নান, আলী কদর, আব্দুল মান্নান মুন্না, সাহাবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী কৃষ্ণপদ সাহা, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,দফতর সম্পাদক সোহেল জোয়ার্দ্দার, সহদফতর সম্পাদক আসাদুজ্জামান শিমুল, অর্থবিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন নসু, সহ-অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সত্যেন্দ্রনাথ সাহা সত্য, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, শিক্ষা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফিরোজ খন্দকার, সহ শিক্ষা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শ্রী পবিত্র মালাকার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াসেল সিকদার, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী গৌর চন্দ্র সরকার, শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহন মিয়া (লোকমান), সহ- শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন খাতুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, কার্যকরী সদস্য টোকন মিস্ত্রী, মামুন-অর-রশিদ, শেখ ইয়া নবী, শেখ শফিকুল ইসালাম, মোস্তাফিজুর রহমান ডাবলু, কিয়াম উদ্দিন, এনামুল হক, মাহবুব হোসেন রানা, জালাল উদ্দিন, আজিজুল হক, বাবুল শেখ, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, ইদ্রিস আলী ও শওকত আলী।