স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায় বাবলাতলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোদন করেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রহমান জোয়ার্দ্দার, মজিবুল হক মালিক মজু, আনিসুর রহমান, লিখন মিয়া, বিপুল আশরাফ, মকসু মালিকসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা।
ফারাজ গ্রুপের সৌজন্যে ২দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। নকআউট ভিত্তিক দ্বৈত ব্যাডমিন্টনের প্রথম দিনে আরকে সাইকেল স্টোর ১ ও ২, সিডি ইয়ুথ ক্লাব ২ ও ৪, নিশি স্পোটিং ক্লাব এবং মামুন জুটি জয়লাভ করে। আজ রোববার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি, ২ হাজার টাকা প্রাইজমানি এবং রানারআপ দলের হাতে ট্রফি, ১ হাজার ২শ প্রাইজমানি দেয়া হবে বলে আয়োজক কমিটির সমন্বয়ক সবুজ হোসেন ও শুভ জামান জানান।