স্টাফ রিপোর্টার: জাতীয় আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে আদর্শ বালক উচ্চ বিদ্যালয় ৩৯ রানে দশমাইল আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষে খেলায় অংশগ্রহণ করে রকিবুল, সীমান্ত, ইমরান, রাকিব, আল-আমিন, রেজওয়ান, তন্ময়, শিপন, তানভীর, সাকিব, পারভেজ, ইফতি, সরোয়ার, রাসেল, রাতুল ও দল নায়ক ফয়সাল। জেলা পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন।