স্টাফ রিপোর্টার: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন কেমন হয়েছে, তা নিয়ে দুই রকম কথা এসেছে বিএনপির শীর্ষস্থানীয় দুই নেতার কাছ থেকে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচন সুষ্ঠু হলেও নির্বাচন কমিশনের প্রতি জনগণের তেমন আস্থা নেই। এই সিটি নির্বাচনে জনগণের উচ্ছ্বাস চোখে পড়েনি। অন্যদিকে সরকারের দিকে ইঙ্গিত করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, রংপুরের নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে মির্জা ফখরুল এবং ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী এসব কথা বলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত রসিক নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ভোটের দিক থেকে দ্বিতীয় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু এবং তৃতীয় হয়েছেন বিএনপির প্রার্থী কাওসার জাহান বাবলা। গতকাল মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন,‘নির্বাচনের আগে কতগুলো ঘটনা ঘটেছে, পুলিশ বাধা দিয়েছে, ঠিকমতো নির্বাচনের প্রচার করতে দেয়নি। অন্যান্য দলকে যেখানে প্রচার চালাতে বেশি সময় দিয়েছে, তখন আমাদের দলকে বেশি প্রচারণা করতে দেয়নি। এগুলো সমস্যা ছিলই। বাট ওভারঅল, বিষয়টা যেটা ছিলো, নির্বাচনটা মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে আর কি।’ তিনি বলেন,‘রংপুরে বেশ কয়েক দিন আগে থেকে এরশাদ সাহেবের উপস্থিতি এই সিটি নির্বাচনে বেশ প্রভাব ফেলেছে। আর রংপুর সিটিতে তাঁর (এরশাদ) বাসভবন হওয়ায় অনেক আগে থেকেই রংপুরে তাঁর কিছুটা জনপ্রিয়তা রয়েছে। তাই জাতীয় পার্টি অনেক আগে থেকেই নির্বাচন নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করছিলো। আর এ কৌশলে জাতীয় পার্টির প্রার্থী এতো ভোট পেয়েছে।’ অন্যদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকা আয়োজিত মানববন্ধনে রিজভী সরকারের উদ্দেশে বলেন,‘আপনি সূক্ষ্ম কারচুপি করাবেন, প্রকাশ্যে আপনি সন্ত্রাসী করে একের পর এক কর্মকাণ্ড করবেন। আপনি ইলেকশনগুলো দখল করে নেবেন। গতকাল (বৃহস্পতিবার) রংপুর সিটি করপোরেশ নির্বাচনে কী হয়েছে এটা জনগণ জানে।’ এই সরকারের একদিন সবকিছুর হিসাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেন রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এমন একটি প্রতিষ্ঠান মিথ্যা কথা বলার জন্য, বখাটে হওয়ার জন্যে আওয়ামী লীগ একটি উন্নতমানের প্রতিষ্ঠান।’
অপরদিকে, গতকাল দুপুরে পঞ্চগড়ের বোদা সাতখামার এলাকায় বোদা পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী হকিকুল ইসলামের পক্ষে পথসভায় বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই, প্রকাশ্যে দিনের বেলায় লোকজনকে তুলে নিয়ে গুলি করে মেরে ফেলে দেয়, কোনো বিচার নেই।’