কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কোমরপুর কাটাখালি মোড়ে বালু ভর্তি বোঝায় ট্রাক্টরের চাপায় আবুল হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আবুল হোসেন (৬০) কার্পাসডাঙ্গা ইউনিয়নের উপজেলার পীরপুরকুল্লা গ্রামের ফকিরপাড়ার মৃত সোবাহান চৌকিদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় বালু বোঝায় অবৈধ ইঞ্জিনচালিত ট্রাক্টরগাড়ি দামুড়হুদা থেকে কার্পাসডাঙ্গার দিকে রওনা হয়ে আসছিলো। এ সময় কোমরপুর কাটাখালি নামক স্থানে পৌঁছুলে অপরদিক থেকে মাটিভর্তি একটি ট্রাক্টর হটাৎ করে রাস্তার ওপর উঠলে দু’ট্রাক্টরের মাঝে পড়ে যায়। আবুল হোসেন মাটি ভর্তি ট্রাক্টরটির পাশ কেটে চলে গেলে বালু বোঝায় ট্রাক্টরটি ধাক্কা দেয় আবুল হোসেনকে। ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যায়। গাড়িচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর রহমান এসে ট্রাক্টরটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিসমিল্লাহ পরিবহন ঘাতক ট্রাক্টরের মালিক দামুড়হুদার চিৎলার খোকনের ছেলে সাদ্দামের। আবুল হোসেনের পরিবারের লোকজন ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা না করার জন্য মতামত ব্যক্ত করে। নিহত আবুল হোসেন ৪ সন্তানের জনক। গতকালই আবুল হোসেনের লাশ দাফন সম্পন্ন হওয়ার কথা ছিলো।