শিক্ষার মানোন্নয়নে টেকনিক্যাল শিক্ষার প্রতি আমাদের আস্হা রাখতে হবে

চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুধী সমাবেশে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অত্র কলেজের ধর্মীয় শিক্ষক রহমত উল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসরেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান, চিফ ইন্সট্রাক্টর আজিজুল হক। আরও বক্তব্য রাখেন, চিফ ইন্সট্রাক্টর ও ওয়েল্ডিং ট্রেডের বিভাগীয় প্রধান রওশন আলী বিশ্বাস, চীফ ইন্সট্রাক্টর ও ইলেকট্রিক্যাল ট্রেডের বিভাগীয় প্রধান ইমরুল কাদির। এ সময় উপস্হিত ছিলেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তার বক্তব্যে বলেন, একজন ছাত্র জিপিএ ৫ পেয়ে ও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পিওনের চাকরিও করছে। আমাদের ধারণা পাল্টাতে হবে। আমাদের দরকার টেকনিক্যাল জ্ঞান, এর অনেক মুল্য আছে। আজ আমাদের টেকনিক্যাল কাজ জানা থাকলে আমরা অনেক দুর এগিয়ে যেতে পারতাম। আমাদের টেকনিক্যাল শিক্ষার ওপর আস্হা রাখতে হবে। কাপড় কাঁচা সাবানের কথা মনে পড়লে আমাদের যেমন হুইল সাবানের কথা মনে পড়ে। তেমনই শিক্ষার জন্য মনে করুন কারিগরি শিক্ষার কথা। তাই আমাদের কারিগরি শিক্ষার মান বাড়াতে হবে। অনুষ্ঠানটির উপস্হাপনা করেন চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর রিজাউল করিম।