আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। গতকাল আলমডাঙ্গার হারদী গ্রামে অভিযান চালিয়ে ২ জনকে ও পৌর এলাকার গোবিন্দপুর থেকে একজনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, উপজেলার হারদী গ্রামের মৃত সলে মোল্লার ছেলে সুইট (৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সুইট ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ সব ধরনের মাদকদ্রব্য বিক্রি করে। এছাড়াও হারদী গ্রামের থানাপাড়ার মতিয়ার রহমানের ছেলে ইয়াবা ব্যবসায়ী কামাল হোসেনও বেশকিছু দিন থেকে ইয়াবা ব্যবসা শুরু করেছে। সে আলমডাঙ্গা ও মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গা এলাকা থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে এসে হারদী এলাকায় বিক্রি করে। পরে গোবিন্দপুর গ্রামের উম্মাদ আলীর ছেলে খাইরুলকে আটক করে নিয়ে আসে। গতকাল বিকেলে আলমডাঙ্গা থানার এসআই একরাম, এসআই সাইফুল, এসআই গিয়াস, এসআই সাইফুল, এএস মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১৫পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।