কুষ্টিয়ায় যুব বাংলাদেশ গেমস সাঁতারের বাছাই সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় যুব বাংলাদেশ গেমস এর সাঁতার প্রতিযোগিতার জেলা পর্যায়ের সাঁতারু বাছাই অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি ডিগ্রি কলেজের পুকুরে এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আমলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহব্বত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারশনের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আমলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি, মহসীন আলী, মিরপুর প্রেসক্লাবের সহসভাপতি কাঞ্চন কুমার প্রমুখ। বাছাই পর্বে ১৪টি ইভেন্টে ৬ উপজেলার প্রায় শতাধিক সাঁতারুদের মধ্যে ২৮জনকে চূড়ান্ত ঘোষণা করা হয়।