জীবননগর সীমান্তে ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জীবননগর ব্যুরো: উন্নয়নে যুবসমাজ স্লোগানকে সামনে রেখে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসের সহযোগিতায় জীবননগর সীমান্ত ইউনিয়নে ওয়েভের সমৃদ্ধি কর্মসূচি ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল বুধবার বিকেলে হরিহরনগর স্কুলমাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন।
ইউপি সদস্য আরজাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, ইউপি সদস্য ইমাদ উদ্দিন, আব্দুল আলিম, জহুর আলম, আব্দুস সালাম, আব্দুল, সীমান্ত ইউনিয়নের ‘ওয়ার্ড প্রবীণ’ কমিটির সভাপতি আলী কদর বিশ্বাস, ফকির মাহমুদ, সদস্য লিটন, নুর হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আশরাফুজ্জামান। সহযোগিতায় ছিলেন ইউনিয়ন প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার আসাদুজ্জামান লিটন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সীমান্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুব ফুটবল একাদশ ও ৫নং ওয়ার্ড যুব ফুটবল একাদশ। খেলায় বিজয়ী হয় ৫নং ওয়ার্ড জয়লাভ করে।