জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন যুব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিনাজপুর স্কুলমাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
বাঁকা ইউপি ও ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচিতে যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করছে। বাঁকা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক নুঝাত পারভীন, বাঁকা ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন, সদস্য হারেজ উদ্দিন, জাহিদুল ইসলাম রুপ মিয়া, ইউপি সচিব শাহিন মোল্লাসহ স্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।