মহেশপুর প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়ার শুভেচ্ছা বিনিময়

মহেশপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আকস্মিকভাবে সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া ও তার স্বামী বিশিষ্ট শিল্পপতি ফারুক তালুকদার মহেশপুর প্রেসক্লাবে এসে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান সাধারণ সম্পাদক আব্দুস সেলিম তাদেরকে স্বাগত জানান। তাদের সাথে ছিলেন, মহেশপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক এমআর আশিকসহ দলীয় নেতাকর্মী। তিনি মহেশপুর প্রেসক্লাবে এসে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। উল্লেখ্য, পারভীন তালুকদার মায়া আগামী সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মহেশপুর-কোটচাঁদপুরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

Leave a comment