দৌলৎগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির মতবিনিময়সভা

বন্দরের অগ্রগতি বর্তমান অবস্থান জনসম্মূখে প্রকাশ
জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরের দৌলৎগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে উপজেলা কৃষি বিভাগের ট্রেনিং সেন্টারে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর চালু করনে অগ্রগতি ও বর্তমান অবস্থান জনসম্মূখে তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। সভায় দৌলৎগঞ্জ স্থলন্দরের বর্তমান অগ্রগতি ও সার্বিক চিত্র তুলে ধরেন বন্দর বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক এমআর বাবু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, দৌলৎগঞ্জ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল হক, চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, দৈনিক ভোরের ডাকের সাবেক সহকারী সম্পাদক কামাল সিদ্দিকী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মোসাব কাক্কা, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম হানেহার, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সিরাজুল ইসলাম শুকুর, আমদানীকারক মোজাম্মেল হক খোকন, আসাদুজ্জামান মিন্টু। বন্দর বাস্তবায়ন কমিটির সদস্য উপজেলা যুবলীগ আহ্বায়ক আব্দুস সালাম ঈশার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বন্দর বাস্তবায়ন কমিটির সদস্য জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম, ব্যবসায়ী মুন্সী ওয়াহেদুল ইসলাম খোকন, আবুল কাশেম, প্রভাষক আসমা খাতুন, প্রভাষক জাকিয়া সুলতানা, রাবেয়া খাতুন, সাংবাদিক মারুফ মালেক, মিঠুন মাহমুদ প্রমুখ। মতবিনিময়সভায় অবিলম্বে দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দরের কার্যক্রম চালুকরণে সরকারের দৃষ্টি কামনা করেন বক্তারা। মতবিনিময়সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী, ব্যবসায়ী, আমদানী ও রফতানী কারক এবং ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।