হাঁড় কাঁপানো শীতে জবুথবু জীবননগরবাসী

জীবননগর ব্যুরো: সন্ধ্যা হওয়ার সাথে সাথে এ উপজেলায় ঘন কুয়াশার চাঁদরে ঢেকে যাচ্ছে। এর ওপর গতকাল মঙ্গলবার ভোর হতে শুরু হয়েছে হাঁড় কাঁপানো তীব্র শীত। সকাল থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠা-া জনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। হাঁচি-কাশিসহ কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। অপর দিকে শীতের কারণে সারাদিনই গরম পোষাক পরে মানুষজনকে চলাচল করতে দেখা যায়। সন্ধ্যার পর জনবহুল শহর অনেকটাই জনশূন্য হয়ে পড়ে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেককে পুরাতন কাপড়ের দোকানে ভিড় করতে দেখা গেছে। তবে তীব্র এ শীতের মধ্যে অসহায় হয়ে পড়েছে গরীব ও হতদরিদ্র ছিন্নমূল মানুষ।