সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে আবারও গাছ ফেলে ডাকাতি

ক্যান্সার আক্রান্ত রোগী ও তার ভাইকে অস্ত্রের মুখে জিম্মিকরে ডাকাতদল হাতিয়ে নিয়েছে নগদ টাকা
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে চিহিৃত স্পটে ফের ডাকাতি করেছে একদল ডাকাত। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ডাকাতদল সড়কে গাছ ফেলে মিশুক গতিরোধ করে এবার ক্যান্সার আক্রান্ত রোগীর নগদ টাকাসহ সর্বস্ব ডাকাতি করেছে। এ সময় পুলিশ বক্সে কোন টইল পুলিশের অবস্থান দেখা মেলেনি বলে ডাকাতির শিকার দু’সহোদরের অভিযোগসূত্রে জানা গেছে।
ঘটনার শিকারসূত্রের বরাত দিয়ে স্থানীয়রা বলেছেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবগঠিত কেডিকে ইউনিয়নের দেহাটি নিকেরীপাড়ার মৃত ইসলাম বিশ্বাসের ছেলে লেদ মিস্ত্রি আলাউদ্দিন বিশ্বাস (৩৫) মরণব্যাধি কান্সারে আক্রান্ত। বড় ভাই মাছ ব্যবসায়ী ইমদাদুল হক লালু (৫২) তার ছোট ভাই ক্যান্সার আক্রান্ত রোগী আলাউদ্দিন বিশ্বাসকে ঢাকায় ক্যোমো দিয়ে বাড়ি ফিরছিলেন। নৈশকোচ দর্শনা ডিলাক্সযোগে ঢাকা থেকে এসে সন্তোষপুর মোড়ে নামেন। ভোর সাড়ে ৪টার দিকে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কপথ দিয়ে মিশুকযোগে দু’সহোদর বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে পুলিশ বক্সের অদূরে র্নিমাণাধীন জাহান কোল্ড স্টোরের নিকট পৌঁছুলে ৭-৮ জনের ডাকাতদল সড়কে খেজুরগাছ ফেলে মিশুকটির গতিরোধ করে। এ সময় ডাকাতদল দেশীয় ধারালো অস্ত্রের মুখে দু’সহোদরকে জিম্মি করে নগদ ১০ হাজার ৭শ টাকা ও দুটি মোবাইলফোন ডাকাতি করে। ডাকাতির শিকার ইমদাদুল হক লালু এ প্রতিবেদককে বলেন, এ সময় পুলিশ বক্সে টইল পুলিশের উপস্থিতি দেখা মেলেনি। ভাই মৃত্যু পথযাত্রী, কত অনুরোধ করে ডাকাতদলকে বললাম তাতেও কোনো কাজ হলো না, তারা কাছে যা ছিলো সব নিয়ে ছাড়লো। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, জেলার পুলিশ সুপার মহোদয় যেখানে আইন-শৃঙ্খলা উন্নয়নে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, সেখানে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে একের পর এক আলোচিত সড়ক ডাকাতির ঘটনায় আতঙ্কিত জনপদ হিসাবে দেখা দিয়েছে।