মাথাভাঙ্গা মনিটর: ওয়াশিংটনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অনেকেই হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটনের দুটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার সকালে যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হলের কয়েকটি বগি নিচে মহাসড়কে পড়ে যায়। ফলে বগির অনেক অংশ দুমড়ে- মুচড়ে যায়। এ কারণে বেশিসংখ্যক যাত্রীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ট্রেনটি ৭৫ জন যাত্রী নিয়ে সিয়াটল থেকে পোর্টল্যান্ড যাচ্ছিল। পথে ডিউপন্টে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, দুর্ঘটনাস্থলেই আহত কয়েকজনকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। ট্রেনে বগি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। আহত লোকজন আর্তনাদ করছে। বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানী হাসপাতালে নেওয়া হয়েছে।
খবরে বলা হয়, ট্রেন দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পিয়ারস ও থার্সটন কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওয়াশিংটনের গভর্নরের কার্যালয় থেকে এই জরুরি অবস্থা জারি করা হয়। এদিকে ট্রেন দুর্ঘটনার খবর জানার পর টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওয়াশিংটনের এই দুর্ঘটনা দেখিয়ে দিচ্ছে কেন আমাদের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার দ্রুত অনুমোদন জরুরি। তিনি বলেন, হোয়াইট হাউস থেকে ওই দুর্ঘটনার উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।