স্টাফ রিপোর্টার: প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী পশ্চিমের ৫টি দেশের উদ্দেশে গতকাল শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করেছেন। প্রায় একমাস ধরে তিনি আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স ও সুজারল্যান্ড ভ্রমণের পাশাপাশি তিনি স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণামূলক কাজে অংশ নেবেন। প্রফেসর ড. মাহবুব হোসেন মেহেদী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। তালতলার কৃতিসন্তান। তিনি আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের একজন। গতরাতে তিনি আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর আগে তিনি এলাকাবাসীর নিকট দোয়া কামনা করেন। জানুয়ারির শেষের দিকে তিনি দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।