হরিণাকুণ্ডু প্রতিনিধি: গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে এক হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত করা হয়। সকাল ৮টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশীপ প্রোগ্রাম এবং ক্যামিস্ট অ্যান্ড ড্রাগ্রিস্ট হরিণাকুণ্ডু শাখার যৌথ আয়োজনে দিনব্যাপী পরিচালিত হেল্থ ক্যাম্পের আহ্বায়ক শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী পূর্বে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির অধ্যাপক ড. এমএ মজিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ, অধ্যক্ষ মোক্তার আলী, হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার মহি উদ্দীন, ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্টের হরিণাকুণ্ডু শাখার সভাপতি রাহবার ইমাম লুনার, দৈনিক নবচিত্র সম্পাদক অধ্যাপক আলাউদ্দীন আজাদ, গণমাধ্যম কর্মী মাহবুব মুরশেদ, সাইফুজ্জামান, সাইফুর রহমান, প্রধান শিক্ষকদের মধ্যে আব্দুল আলীম, শহিদুল ইসলাম, নিয়ামত আলী, মাসুদুল হক, জামাল উদ্দীন প্রমুখ চক্ষু, ডায়াবেটিস, গাইনীসহ বিভিন্ন প্রকারের প্রায় দেড় সহস্রাধিক রোগীকে স্বাস্থ্য সেবার লক্ষ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, ব্যবস্থাপত্র, চশমা এবং ওষুধ প্রদান করা হয়। এছাড়া চোখের ছানি অপারেশনের লক্ষ্যে এ ক্যাটাগরির রোগীদের ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য তালিকা প্রস্তুত করা হয়। হেল্থ ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান করেন ঢাকা থেকে আগত ডা. হানিফ, ডা. ফরিদ উদ্দীন, ডা. মুনসুর আলী, ডা. রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আলমগীর হোসেন প্রমুখ। ক্যাম্প পরিচালনায় হরিণাকুণ্ডু থানা পুলিশের একটি টিম, বিভিন্ন স্কুলের স্কাউটের একাধিক টিম নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে।