টেকনিক্যাল পদমর্যাদা ও বেতনস্কেলসহ ৪ দফা দাবিতে চুয়াডাঙ্গায় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আলোচনাসভা

স্টাফ রিপোর্টার: টেকনিক্যাল পদমর্যাদা ও বেতনস্কেলসহ ৪ দফা দাবি এবং  ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট  অ্যাসোসিয়েশনের দাবিসমূহ বাস্তনায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সামনে এ আলোচনাসভার আয়োজন করা হয়। ৪ দফা দাবির মধ্যে রয়েছে, ১. বেতনস্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে, ২. ভ্রমণ ভাতা ও ঝুঁকিভাতা মূল বেতনের ৩০ ভাগ হারে দিতে হবে, ৩. প্রতি ৬হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দিতে হবে ও দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে নিয়োগ প্রদান করতে হবে ও ৪.১০ ভাগ হারে পোষ্য কোটা প্রবর্তন করতে হবে। আলোচনাসভায় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান মালিথা ও সাধারণ সম্পাদক হাবিবুল হাসান প্রিন্সসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলার স্বাস্থ্য সহকারীরা।