বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

স্টাফরিপোর্টার: বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ, স্বরচিত লেখা পাঠ ও আলোচনার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৬১তম সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত পদধ্বনি আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। পদধ্বনির শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদের স্মরণে ১ মিনিট নীরাবতা পালন করা হয়। এরপর স্বরচিত লেখা পাঠ করেন সিরাজ উদ্দিন, আনছার আলী, আনোয়ার রশীদ সাগর, আসিফ জাহান, ডা. কামরুজ্জামান, কাজল মল্লিক, মতিয়ার মিল্টন, মোস্তাফিজুর রহমান টুটুল, শাহ আলম সনি, জুবায়ের হাসান, সাহাদৎ সুমন, ইদ্রিস মণ্ডল, রাসেল উদ্দিন, রনি আলম প্রমুখ। পঠিত লেখার ওপর আলোচনা করেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, আনছার আলী, আনোয়ার রশীদ সাগর ও আসিফ জাহান। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়।