জীবননগর ব্যুরো: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের গ্রেফতারের দাবিতে জীবননগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদসভা থেকে বিদেশে অর্থ পাচার ও এতিমদের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের গ্রেফতারের দাবি জানানো হয়।
জীবননগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ডের টাইগার চত্ব¡রে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক আকাশ, সহসভাপতি রাজিব, সাংগঠনিক সম্পাদক, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি অনিক, সম্পাদক বিপ্লব, সহসভাপতি সুজন, বাঁকা ইউপি ছাত্রলীগের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উথলী ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেবু, সীমান্ত ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল প্রমুখ।