টেস্টে বাংলাদেশের অধিনায়ক সাকিব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বদলে তাকে অধিনায়কত্ব দেয়া হয়। এছাড়াও দলের সহ-অধিনায়ক হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। ২০১৪ সালে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছিলো মাশরাফির কাঁধে। গত মার্চে শ্রীলঙ্কা সফরেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপরই সাকিবকে সংক্ষিপ্ততম ভার্সনের জন্য অধিনায়ক নির্বাচন করা হয়। এবার তাকে দেয়া হলো টেস্ট ফরম্যাটের দায়িত্বও।