স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মালোপাড়ার প্রথমা একাদশ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক শ্রী তপন চ্যাটার্জী। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর দিনব্যাপী মালোপাড়া খেলারমাঠে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আ.লীগ নেতা অ্যাড. তালিম হোসেন, যুবলীগ নেতা আলমগীর আজম খোকা, প্রথমা একাদশ ক্লাবের সদস্য সাঈদ হোসেন সুমন, সুমন হালদার, বিষ্ণু হালদার, মিঠুন হালদার, অরবিন্দ হালদার, নিমাই হালদার, সঞ্জয় হালদার ও শ্যাম হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের আহ্বায়ক শ্রী তপন চ্যাটার্জী।