আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুউজ্জামান লিটু বিশ^াস, তথ্য ও গবেষণা সম্পাদক কাউসার আহাম্মেদ বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান, প্রশান্ত অধিকারী, লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুণ, আতিয়ার রহমান, আলম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, শ্রম সম্পাদক মুক্তিযোদ্ধা আহসান মৃধা। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, আব্দুল হালিম ম-ল, নুরুল ইসলাম নুরু, আওয়ামী লীগ নেতা আসাবুল হক ঠা-ু, রাহাব আলী, সাবেক জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক জিনারুল ইসলাম বিশ^াস, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, জাহাঙ্গীর আলম, লিপু মোল্লা, আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, রিপন শাহ, সাবেক ছাত্রনেতা মোল্লা জাফর উল্লাহ, আবু ডালিম, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর গাফফার, সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুবলীগ নেতা আসাদুল হক ডিটু, সাইফুর রহমান পিন্টু, সাহাবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালমান আহাম্মেদ ডন, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলাল আহমেদ, সৈকত খান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক নাহিদ হাসান তমালসহ সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির পরিদর্শন করেন। এ সময় আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।