বিদেশি টুকরো

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১৪

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার সীমান্ত প্রদেশ জোহর বারুতে ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৫১৪ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। জোহর বারু টেবরাও আইভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিংগি ও জোহর বারু এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। গত শনিবার রাত ১২টায় শুরু হওয়া অভিযান শেষ হয় ভোর ৪টায়। আটক ৫১৪ জনের মধ্যে ২৪ জন নারীও রয়েছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। এ বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী বলেন, ১৩৯৯ জন বিদেশি শ্রমিকের বৈধ কাগজপত্র চেক করে ৫১৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৫১১ জন শ্রমিক এবং ৩ জন মালিক। ৪৮৭ জন পুরুষ এবং ২৪ জন নারী রয়েছে। তারা বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, চীন, থাইল্যান্ড ও ভারতের নাগরিক। ১১৫ জন ইমিগ্রেশন অফিসার অভিযানে অংশ নেন মুস্তাফার আলী।

সৌদি যুবরাজ ৪৫০ মিলিয়ন ডলারে কিনলেন এক ছবি!

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়া যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি বেশ কিছু ঘটনায় আলোচনায় এসেছেন। বিশেষত তার বাবার পর নিজের ক্ষমতা লাভের পথ সুগমের জন্য সৌদি প্রিন্স ও প্রভাবশালী ব্যক্তিদের আটকের ঘটনায় তিনি বেশ সমালোচিত হয়েছেন। এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তবে এবার খোদ সৌদি যুবরাজের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি নাকি ৪৫০ মিলিয়ন ডলার ব্যয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির একটি পেইন্টিং ক্রয় করেছেন। এই ক্রয়ে সৌদি প্রিন্স সরাসরি যুক্ত ছিলেন না। তবে তার এক কাজিন নাকি পেইন্টিংটি কেনার দায়িত্বে ছিলেন। সালভাদর মুন্ডি নামে পেইন্টিংটি প্রায় ৫০০  বছরের পুরনো। নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত এক নিলাম থেকে রেকর্ড দামে পেইন্টিংটি ক্রয় করা হয়। এদিকে শুধু পেইন্টিং নয়, সম্প্রতি সৌদি যুবরাজ নাকি বিশাল আকারের একটি বিলাসবহুল ইয়ট কিনেছেন। এই ইয়ট নাকি বিশ্বের বিলাসবহুল বড় তিনটি ইয়টের একটি। ৫৫০ মিলিয়ন ডলারে নাকি তিনি ওই ইয়টটি কেনেন।

ভারতে সহকর্মীর গুলিতে আধাসামরিক বাহিনীর ৪ সেনা নিহত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মধ্যাঞ্চলীয় একটি সেনা শিবিরে আধা-সামরিক বাহিনীর এক সেনার গুলিতে তার চার সহকর্মী নিহত ও অপর একজন আহত হয়েছে। গতকাল রোববার এক কর্মকর্তা এ কথা জানান। ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সেনাটি তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। তর্কবিতর্কের জের ধরে ভারতীয় আধা-সামরিক বাহিনীর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর একজন কনস্টেবল এই হামলা চালায়। বিজাপুরের এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘ওই কনস্টেবল তার চার সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালান। এরা ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তিনি একজন এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর)।’

বিমানে সিক্রেট সুপারস্টারের শ্লীলতাহানি

মাথাভাঙ্গা মনিটর: উড়ন্ত বিমানে শ্লীলতাহানির শিকার হয়েছেন ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’খ্যাত নায়িকা জায়রা ওয়াসিম। সম্প্রতি দিল্লি থেকে মুম্বাই যাওয়ার বিমানে তার শ্লীলতাহানি করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন জায়রা। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ভিডিওবার্তায় জায়রা অভিযোগ করেন, বিমানে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় এক ব্যক্তি তার গলা চেপে ধরে খারাপ উদ্দেশে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। এ সময় জায়রা ওই ব্যক্তির ছবি তুলে রাখার চেষ্টা করেন, কিন্তু বিমানের স্বল্প আলোয় তা সম্ভব হয়নি। এর পরই ইনস্টাগ্রামে ঘটনার কথা শেয়ার করেন দঙ্গলকন্যা। তিনি প্রশ্ন রাখেন ‘এভাবে আপনারা মহিলাদের সুরক্ষা দেন?’ এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর আলোড়ন শুরু হয়েছে বিভিন্ন মহলে। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বলিমহল।