আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গোপালপুরে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে খাদিমপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে এ কর্মীসভার আয়োজন করা হয়। কর্মীসভায় আলমডাঙ্গার ভাংবাড়িয়া, গাংনী, চিৎলা ও খাদিমপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা ইয়ামিন আলম। এ সময় বলেন ২০১৯ সালে সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের আর বসে থাকার সময় নেই, আমরা আজ এই স্থানে চার ইউনিয়ন মিলে যে কর্মী সমাবেশ করছি। আমাদের নেতা নঈম হাসান জোয়ার্দ্দারের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আমরা নৌকা প্রতীককে জয়জুক্ত করবো। আমার বন্ধুবর মিল্টন আহমেদ এক বছর প্রবাস জীবন কাটিয়ে আমাদের মাঝে এসছে, তাই আমরা তাকে সাথে করে কাজ করছি। আমাদের নেতা নঈম হাসান জোয়ার্দ্দারের হাতকে শক্তিশালী করে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগ নেতা, মাহাবুল হক টিটু, আবু হানিফ, রিমন আহমেদ, শাওন আহমেদ, সুমন, বিপুল, জুয়েল রানা, শামিম রেজা, লিখন হোসেন, তারিক, জসিম, পিকুল, জীবন, নাইম, রাশিদুল, অন্তু, শাহিন, হুমায়ন কবীর, ডাবলু, শুভ, কামাল হোসেন, রিজন, জনি আহমেদ, জিংকু শান্তি, সিংবাদ, মাজারুল, মামুন, গাফ্ফার শামিম, শাকিব, সিপন মন্নি, তানি, সাইফুল ইসলাম, হিমেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগ নেতা মিল্টন আহমেদ।