পশ্চিম তীর গাজাসহ মুসলিম বিশ্বে ব্যাপক বিক্ষোভ

আব্বাস-পেন্স বৈঠক বাতিলের শঙ্কা : যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

মাথাভাঙ্গা ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতি দেয়ার পর গাজা এবং অধিকৃত পশ্চিম তীরসহ মুসলিম বিশ্বে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। সংঘর্ষে অনেক আহত হয়েছে। মার্কিন এই ঘোষণার প্রতিবাদে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাথে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পূর্ব নির্ধারিত সাক্ষাতও বাতিল করে দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল না করতে ফিলিস্তিনকে হুঁশিয়ার করেছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিলিস্তিন সফরের পরিকল্পনা করছেন।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকৃতি দেয়ার পর চারদিকে নিন্দার ঝড় উঠেছে। এরই মধ্যে গাজা ও পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ৫০জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। লোকজন প্রতিবাদে রাস্তায় নেমে এলে পশ্চিম তীরে অতিরিক্ত সৈন্য মোতায়েন করে ইসরাইল। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের দিক ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে। আল-আকসা মসজিদে মুসল্লিরা নামাজ শেষে বিক্ষোভ করে। তারা স্লোগান দেয়-‘জেরুজালেম আমাদের, এটা আমাদের রাজধানী। আমরা কেবল স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। আমাদের দরকার পাথর এবং কালাশনিকভ’। হেবরন এবং বেথেলহেমে ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় সৈন্যরা টিয়ার গ্যাস ছোঁড়ে। গাজায় বিক্ষোভ সমাবেশে হামাস নেতা ফাতিহ হাম্মাদ বলেন, যারা জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং দূতাবাস স্থানান্তর করতে চায় তারা আমাদের টার্গেটে পরিণত হবে। জেরুজালেমের দাবি আদায় এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আরব দেশগুলোসহ মুসলিম বিশ্বে গতকাল শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়। গতকাল ছিল মুসলিমদের পবিত্র দিন শুক্রবার। জুমার নামাজের পরই বিক্ষোভ করে মুসলিমরা। বাংলাদেশ, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক ও মিসরসহ বিভিন্ন দেশে জুমার নামাজের পর বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব ঘটনার মধ্যেই ফিলিস্তিনকে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। চলতি মাসের শেষ দিকে সেই অঞ্চলে এক সফরে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সেই সময়ে তাকে ‘স্বাগত জানানো হবে না’ বলে ঘোষণা দিয়েছেন প্যালেস্টাইনের কর্মকর্তা জিব্রি রাজৌব। কিন্তু নির্ধারিত বৈঠক ফিলিস্তিন যাতে বাতিল না করে সেই মর্মে আগেই হুঁশিয়ারি দিয়ে হোয়াইট হাউস বলেছে, এই ধরণের সিদ্ধান্ত বরং আরো উল্টো ফল বয়ে আনবে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিলিস্তিন সফরের পরিকল্পনা করছেন। কোনো তারিখ নির্ধারিত না হলেও আগামী বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী মোদী ফিলিস্তিনে যেতে পারেন। আগামী ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেও ভারত তাতে সমর্থন জানায়নি। তবে দেশটি নিরপেক্ষ ভূমিকায় থাকবে বলে জানিয়েছে।