মহেশপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় গত রোববার বিকেলে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক এমপি পারভীন তালুকদার মায়ার উদ্যোগে এক বর্ণাঢ্য গণসমাবেশ অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত ৩১৬নং মহিলা আসনের সাবেক এমপি ও মহেশপুর-কোটচাঁদপুর এলাকার আওয়ামী দলীয় মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুমতি ব্যাংকের পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি ফারুক তালুকদার, মহেশপুর পৌর আ.লীগের সভাপতি অমল কু-ু নেপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মৃধা, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, কাজিবেড় ইউপি চেয়ারম্যান বিএম সেলিম রেজা, মহেশপুর পৌর কাউন্সিলর আবুল হাশেম পাঠান, ঝিনাইদহ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির লতা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে মহেশপুর-কোটচাঁদপুর উপজেলার আওয়ামী লীগের কৃষক জনতাসহ সর্বস্তরের জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষমতা ভোগের নয়, ত্যাগের। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের একজন প্রার্থী হতে চায়। নেত্রী যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি মহেশপুর-কোটচাঁদপুরকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলবো। যাতে এ এলাকার মানুষের বেকারত্ব দূর হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক এমআর আশিক।