অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন ট্রেন যাত্রী

স্টাফ রিপোর্টার: সৈয়দপুর থেকে ট্রেনে চড়ে ঈশ্বরদী যাওয়ার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন ট্রেন যাত্রী। গতপরশু রাতে চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি ফাঁড়ির সদস্যরা তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি গতপরশু রোববার রাত ২টায় চুয়াডাঙ্গা রেল স্টেশনে পৌঁছুলে ওই ট্রেনের গার্ড অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে প্লাটফর্মে নামিয়ে দিয়ে যায়। চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গতকাল সোমবার দুপুরে ওই ব্যক্তির জ্ঞান ফিরলে তার কাছ থেকে পরিচয় জানা যায়। পরিচয় দিতে গিয়ে তিনি তার নাম বলেন রিপন আলী (৪৫) পিতা মৃত শফিউদ্দীন শাহ্। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ এলাকায় বলে তিনি জানান। রিপন আলী একজন গেঞ্জি ব্যবসায়ী। তিনি দিনাজপুর বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফিরছিলেন। তার কাছে ছিলো নগদ ১৫শ টাকা ও দুটি মোবাইলফোন। টাকা ও মোবাইলফোন অজ্ঞানপার্টির সদস্যরা হাতিয়ে নেয়।