চুয়াডাঙ্গার গোকুলখালী সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সন্টুর ইন্তেকাল

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার গোকুলখালী সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ও শঙ্করচন্দ্র ঠাকুরপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মৃত ওয়াজেদ আলির ছেলে মোয়াজ্জেম হোসেন সন্টু (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। গতকাল রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার সকাল ১০টায় শঙ্করচন্দ্র ঠাকুরপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হবে। এ ব্যাপারে মৃতের আত্মিয়-স্বজনরা জানায় গতকাল রোববার সকাল ৭টার সময় প্রতিদিনের মতো হাটতে বের হয়। হাটতে হাটতে সদর হাসপাতালের গেটের সামনে পৌঁছুলে মাথা ঘুরে পরে যান। সঙ্গে সঙ্গে পাশের লোকজন তুলে মৃতের বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। কিন্ত অবস্থা ক্রমেই অবনতি হলে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বেলা আনুমানিক আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার সকাল ১০টায় শঙ্গরচন্দ্র ঠাকুরপাড়া সরকারি কবরস্থানে তার দাফন করা হবে।

Leave a comment