চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিশু বলাৎকারের ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত রনি বিশ্বাসের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শিশুর মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় এ মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। বলাৎকারের শিকার শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ফিমেল সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে। কর্তব্যরত ডা. তারিক হাসান জানান, ‘শিশুর শরীরে বলাৎকারের নমুনা পাওয়া গেছে।’ অভিযুক্ত বখাটে যুবক রনি বিশ্বাস দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের কাচারীপাড়ার সোহরাব বিশ্বাসের ছেলে। গত শনিবার বিকালে প্রতিবেশী রনি বিশ্বাস বাড়ি থেকে ওই শিশুকে বিস্কুট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে গ্রামের একটি কলাবাগানে নিয়ে তাকে বলাৎকার করে রনি বিশ্বাস। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন জানান, শিশু নির্যাতনের ঘটনাটি ঘৃণ্য অপরাধ। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।