ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

স্টাফ রিপোর্টার: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। গত শনিবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আখেরি নবী হযরত মোহাম্মদের (সা.) পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেন ধর্মপ্রাণ মানুষেরা। শনিবার ছিলো ১২ রবিউল আউয়াল। বিশ্ব সাম্য ও মানবতার বার্তাবাহী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এই দিনে জন্মগ্রহণ করেন। এটি তার ওফাত দিবসও। দিনটিকে মুসলিম বিশ্ব পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে। মুসলমানসহ বিশ্বের শান্তিকামী মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
চুয়াডাঙ্গায় দিবসটি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
অপরদিকে, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সম্পাদক মফিজুর রহমান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাজাহান আলী। পবিত্র ঈদে-মিলাদুন্নবী উপলক্ষে ভিকুইন্স পলিটেকনিক ইনস্টিটিউটে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হামিদুল হক মুন্সী। প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের পরিচালক মো. জহুরুল ইসলাম জীম। বক্তব্য রাখেন ইনস্টিটিউটের শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী রফিকুল ইসলাম, শরিফুজজামান চৌধুরী, হাসানুজজামান, রেজিস্টার মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন ইনস্টিটিউটের শিক্ষক মো. সেলিম রেজা।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গত শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি জুয়েল রানা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবার আলী পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান, শিক্ষক আব্দুর জব্বার প্রমুখ। দোয়া পরিচালনা করেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ জেহের আলী। এছাড়া খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান রাজু, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য রেজাউল হক, হাফিজুর রহমান, কুতুব উদ্দিন, আব্দুল্লা প্রমুখ। সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ, প্রধান শিক্ষক আবু সালেহসহ পরিচালনা কমিটির সদস্য শিক্ষক কর্মচারিবৃন্দ ও তেতুল শেখ কলেজের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়াসহ শিক্ষক কর্মচারিবৃন্দ।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে গত শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোতালেব। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম ও শিক্ষক সাইফুল ইসলাম স্বপন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা যুব ফ্রন্টের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত। গত শনিবার সকালে আলোচনাসভায় পৌর যুবফ্রন্টের সভাপতি আনসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, পৌর যুবফ্রন্টের সহসভাপতি আবুল কাসেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলতাফ হোসেন, সাইদুল, বিদ্যুত মনিরুল, রইচ উদ্দিন, তানজিল, মজিবর প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মেহেরপুর গাংনী শহরে র‌্যালি করেছে গাংনী দারুসছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদরাসা। গত শনিবার সকাল ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণ থেকে শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে র‌্যালি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে ফিরে র‌্যালি শেষ হয়। পরে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রিয় নবী হযরত মোহাম্মদের (সা.) উদ্দেশ্যে দো’আ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি ওয়াছেক আলী। বক্তব্য রাখেন সুপার নাজমুল হক ফারুকী ও মাও. রুহুল আমিন আশরাফীসহ শিক্ষকবৃন্দ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মোহাম্মদ (সা.) জীবনী তুলে ধরেন বক্তারা। দোয়া মোনাজাতে বিশ^ মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক এমপি চঞ্চলের নিজ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল। বক্তব্য রাখেন আবুল কাশেম মাস্টার, ডাক্তার আতাউর রহমান, হারুন-অর রশিদ প্রমুখ। বক্তারা মহানবী হযরত মোহাম্মদের (সা.) জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আক্তার ও আব্দুল লতিফ।

Leave a comment