এনজিওগুলো সরকারের পাশাপাশি দেশের কল্যাণে ভূমিকা রাখছে

চুয়াডাঙ্গা-মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

স্টাফ রিপোর্টার: দেশকল্যাণ, দরিদ্র্যবিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মানস ও মনন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত শনিবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে র‌্যালি এবং আলোচনাসভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও জেলায় কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৯টি সহযোগী সংগঠন রিসো, আলাপ, পাস, উষা, এমকেএস, র‌্যাড, মৌচাক, ওয়ার্প ও গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের কর্মসূচি ও র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় তিনি বলেন, দিবসগুলো পালন করা হয় কর্মকা-কে তরান্বিত করার জন্য। এনজিওগুলো দেশের উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে সরকারের অনেক কার্যক্রমে সফলতা এসেছে। সারা বাংলাদেশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম বাংলাদেশ সরকারের একটি সফল উদ্যোগ। এ ফাউন্ডেশন তাদের দক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে তৃনমূলের ছোট ছোট এনজিওগুলোকে আর্থিক সহায়তা প্রদান করে সরকারের পাশাপাশি দারিদ্র বিমোচন ও দেশের কল্যাণে ভূমিকা রাখছে। চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৯টি সহযোগী সংগঠনকে এ উন্নয়নমূলক কাজের জন্য আমি ধন্যবাদ জানায়। র‌্যালিটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিসো কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে রিসো সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলাপ এর নির্বাহী পরিচালক আশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, উষা সংস্থার নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন সংস্থা পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, গ্রামীন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু, ওয়ার্প সংস্থার নির্বাহী পরিচালক আবেদ-উদ-দৌলা, মৌচাক এর প্রতিনিধি সুরাইয়া পারভিন, মুক্তকল্যাণ সংস্থার প্রতিনিধি লিয়াকত আলী শেখ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগী সংস্থা সমূহের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিএনএফ দিবস-১৭ পালিত হয়। গত শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনাসভা মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে বিএনএফ’র সাধারণ পরিষদ সদস্য ও সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাঈন-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। উন্নয়ন কর্মী মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মঈন-উল-আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম, রুরাল ভিশন নির্বাহী পরিচালক আনারুল ইসলাম প্রমুখ। এর আগে প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল আলমের নেতৃত্বে শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এনজিও প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীগণ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।