রাজশাহী কিংসকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। জবাবে ২০৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১০৬ রানেই অলআউট হয় রাজশাহী কিংস। এই হারে শেষ চারের হিসেব থেকে প্রায় ছিটকে গেল স্যামি-মুশফিকের রাজশাহী কিংস। শেষ দুটি ম্যাচে রংপুর রাইডার্স যদি না হারে তবে রাজশাহী ও সিলেটের বিদায় প্রায় নিশ্চিত। প্রথম পাঁচ ওভারের মধ্যে ম্যাচ তাদের হাত থেকে ফসকে যায়। ১৯ রানের মধ্যে লেন্ডল সিমন্স, লুক রাইট, মুশফিকুর রহিম ও জাকিরকে হারিয়ে বিপর্যয়ে পড়ে দল। এ বিপর্যয় এড়াতে সামিত প্যাটেল, মুমিনুল হক চেষ্টা করলেও হালে তেমন পানি পায়নি। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন সামিত প্যাটেল। এ ছাড়া মুমিনুল ১৯ ও মিরাজ ১৬ রান করেন। সাকিব চার ওভারে একটি মেডেনসহ ৮ রান খরচ করে নেন চারটি উইকেট। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে তারকায় ঠাসা সাকিব আল হাসানরা। দলের পক্ষে ওপেন করতে নামেন সুনীল নারি ও জো ডেনলি। নারিনকে অনেকগুলো জীবন দিয়ে একটি ঝড়ো ইনিংস খেলারও সুযোগ দেন রাজশাহীর ফিল্ডাররা। নারিন শেষ পর্যন্ত ৩৪ বলে ৬৯ রান করেন। তার ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও চারটি চারের মার। নারাইন তৃতীয় ওভারে প্রথম লাইফ পান। ওই ক্যাচ মিস করেন মুমিনুল। পরের ওভারে এই ক্যারিবীয় ব্যাটসম্যানকে জীবন দেন কাজী অনিক। নারাইনের রান তখন ১১। সপ্তম ওভারে আবার লাইফ নারিন, এবার ক্যাচ ছাড়েন সামিত প্যাটেল। তাকে আউট করার আরো দুটি সুযোগ নষ্ট করে রাজশাহী। এছাড়া জো ডেনলি করেন ৫৩ রান,পোলার্ডের ১৫ বলে ৩৩ ও আফ্রিদির ৭ বলে ১৪ রানে ভর করে ২০৫ রান সংগ্রহ করে ঢাকা।