গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর গোপালনগর গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক নাজমুল হুদা ফুটবল টুর্নামেন্টে মোমিনপুর ফুটবল দল চ্যাম্পিয়ন। গতকাল শুক্রবার লুৎফুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়মাঠে আয়োজিত ফাইনালে ৩-০ গোলে সড়াবাড়িয়া দলকে হারিয়ে মোমিনপুর চ্যাম্পিয়ন হয়েছে।
খেলার শুরুতেই বিজয়ী দলের ৭ নং জার্সিধারী স্ট্রাইকার তামিম হোসেন পরপর ২ গোল এবং পরে রতন ১ গোল করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি বড় খাসি ও রানারআপ দলকে একটি ছোট খাসি পুরস্কার হিসেবে দেয়া হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, সাবেক ভিপি জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক ইসমাইল হোসেন ও আবু সাইদ মাস্টার প্রমুখ। ধারাভাষ্য দিয়ে দর্শকদের সামনে খেলা তুলে ধরেন প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও কাউছার আহম্মেদ। সার্বিক পরিচালনায় ছিলেন রাকিবুল ইসলাম ও মিলনসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
এদিকে খেলার শেষের দিকে তৃতীয় গোল হওয়ার পরেই সড়াবাড়িয়া গ্রামের দর্শকদের সাথে কমিটির সদস্যদের হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারধরে আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় সড়াবাড়িয়া গ্রামের কয়েকজন সামান্য আহত হয়েছেন। হট্টগোলের মধ্যদিয়েই শেষ বাঁশি বাজান রেফারি মাহবুবুর রহমান।