লোহাগড়াকে হারিয়ে চুয়াডাঙ্গা চ্যাম্পিয়ন

বেনাপোলে মেয়রকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বেনাপোলে মেয়রকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বেনাপোল ফুটবলমাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা ও লোহাগড়া পৌরসভা ফুটবল একাদশ মুখোমুখি হয়। এর আগে ফাইনাল খেলা উপলক্ষে সকাল ১০টার দিকে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। খেলায় চুয়াডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ ২-০ গোলে লোহাগড়া পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমানসহ উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, ঢাকা পাইওনিয়ার ফুটবললিগের ডেপুটি চেয়ারম্যান অমিত খান শুভ্র, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ অপূর্ব হাসান ও ক্রীড়ানুরাগী ও সমাজসেবক মাস্টার আহসান উল্লাহ। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র রেজাউল করিম খোকন, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, রাশেদুল ইসলাম মানু, মহিলা কমিশনার শাহিনা আক্তার রুবি, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করিম ইনু, গোকুলখালীর ডা. আফছার উদ্দিন কলেজের অধ্যক্ষ বিশিষ্ট ক্রীড়ানুরাগী মাহাবুল ইসলাম সেলিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, যুবলীগ নেতা মতিসহ মিলন, রাজ্জক, ইমরান, সুমন প্রমুখ। ‘মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’ স্লোগানকে সামনে রেখে গত বছর ১০ ডিসেম্বর শুরু হয় টুর্নামেন্টটি। এতে খুলনা বিভাগের ৮ পৌরসভার ফুটবল দল অংশগ্রহণ করে। মেয়রকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফির পাশাপাশি একলাখ টাকা এবং রানারআপ দলকে ৬০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।