আলমডাঙ্গার মোচাইনগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নঈম হাসান জোয়ার্দ্দার
শাহাদাৎ হোসেন লাভলু: খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ সবল রাখে। তাই আমাদের শরীর ও মনকে সুস্থ সবল রাখতে প্রতিদিন খেলাধুলা করা প্রয়োজন। শুধু তাই নয়, খেলাধুলা মনুষ্যত্বের বিকাশ ঘটায়। সুনাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলার প্রয়োজন অপরিহার্য, উপরোক্ত কথা বলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। তিনি গতকাল শুক্রবার আসমানখালী মোচাইনগর বিশ্বাসপাড়ার জনতা ফুটবলমাঠে নঈম হাসান জোয়ার্দ্দার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জহুরুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বড়গাংনী বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান, জেলা পরিষদ সদস্য রকিবুল হাসান, গাংনী ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেজু, মোচাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নজরুর ইসলাম মুন্সী, জহুরুল ইসলাম বিশ্বাস, তালেবুর মুন্সী, বজলুর রহমান, বেলাল, জাকারিয়া, কাসেম, নুর ইসলাম, রিপন, রকি, আক্তার হোসেন, শাহিন, মতিয়ার, রিংকু আহম্মদ, শাবু মিয়া, সিহাবুল ইসলাম, ডাবলু, মারিফুল, খেলা পরিচালনা করেন লিটন, ওমর ফারুখ ও মনিরুল ইসলাম। খেলাটির তত্ত্বাবধানে ছিলেন, আজাদ বিশ্বাস, পলাস বিশ্বাস, আশাবুল হক, আমির হামজা, নজরুল মুন্সী। ধারাভাষ্য আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহাউল হক মিলন, মুসা মুন্সি ও মামুন। খেলায় পাঁচকমলাপুর একাদশকে ২-০ গোলে পরাজিত করে চাঁন্দমারী টাইগার ক্লাব জয়ী হয়। চ্যাম্পিয়ান দলকে একটি বড় গরু ও রানারআপ দলকে একটি ছোট গরু দেয়া হয়।