আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় ফুটবল একাদশের জয়লাভ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় ফুটবল একাদশ ৩-২ গোলে মুন্সিগঞ্জ গোয়ালবাড়ি গোধুলী ক্লাবকে হারিয়ে জয়লাভ করেছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা টাউনক্লাব ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলায় ১টি আত্মঘাতী গোলসহ মাজেদ ও সুমনের দেয়া গোলে ৩-২ গোলে এগিয়ে যায় চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় একাদশ। মুন্সিগঞ্জ গোধুলী ক্লাবের পক্ষে ২টি গোলে করেন সাগর ও রাজন। খেলার প্রথমার্ধে গোধুলী ক্লাব পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে এক সময় ২-১ গোলে এগিয়ে ছিলো। তবে শেষ দিকে দৌলাতদিয়াড় একাদশের একটি সংঘবদ্ধ আক্রমণে নিজেদের অদুদর্শিতার সুযোগে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে গোধুলী ক্লাব। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট লাভ করে দৌলাতদিয়াড় একাদশ। দৌলাতদিয়াড় একাদশের টিম মালিক হোটেল বিভার স্বত্বাধিকারী রমজান আলী সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। গতকাল খেলার মাঠে খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএ’র নির্বাহী সদস্যগণ। খেলা শেষে উভয় দলকে ম-ল স্পোর্টস ও রয়েল ট্রান্সপোর্ট অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সৌজন্যে একটি করে ফুটবল ও ক্রেস্ট পুরস্কার দেয়া হয়। এছাড়া মিনিস্টার মাইওয়ান ফ্রিজের সৌজন্যে বিজয়ী দলের মাজেদকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত আলফাজ উদ্দীন জোয়ার্দ্দারের ছেলে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দার, হাফিজুর রহমান লিটন, জহুরুল ইসলাম বেলু, ডিএফএ সদস্য হামিদুর রহমান সন্টু, ম্যাচ রেফারি ওয়ালিউল্লাহ সিদ্দিক, ক্রীড়া সংগঠক মঞ্জুরুল ইসলাম জোয়ার্দ্দার লার্জ, ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার ও হাসান।
খেলাটি পরিচালনা করেন হাফিজুর রজমান, নাজমুল হক শান্তি, ইকতিয়ার আহম্মেদ ও লিটা হোসেন। আজ একই মাঠে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দামুড়–হুদা স্পোর্টিং ক্লাব ও মোমিনপুর শহীদ রবিউল মিলনায়তন।