দর্শনা অফিস: দর্শনা ইসলামী গণউন্নয়ন গ্রন্থাগার পরিদর্শন করেছেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্শনা পুরোনো বাজারস্থ ইসলামী গণউন্নয়ন গ্রন্থাগার পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি গ্রন্থাগারের সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক পৌর মেয়র মহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সভাপতি সাজ্জাদ হোসেন, সহসভাপতি শাহবুদ্দিন মুক্তি, সাধারণ সম্পাদক আহসানুল কবির প্রমুখ।