স্টাফ রিপোর্টার: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে সকাল থেকে বেলা ২টা অবধি আধাবেলা হরতাল ডেকেছে বাম দলগুলো। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা এই হরতাল ডেকেছে। এই হরতালে গতকাল পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। হরতালে ইতোমধ্যে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্যও সমর্থন জানিয়েছে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে হরতালে দলের সমর্থনের কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা মনে করি, জনস্বার্থে এই হরতাল অত্যন্ত যুক্তিসঙ্গত। আমি বিএনপির পক্ষ থেকে সেই হরতালকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।
এদিকে হরতালে সমর্থন জানিয়ে গতকাল মানববন্ধন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-(বাংলাদেশ ন্যাপ)। বুধবার সকালে দলটি জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে। ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি’ শীর্ষক ব্যানার নিয়ে মানববন্ধনটি আয়োজিত হয়।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সরকার সমস্ত যুক্তি উপেক্ষা করে গায়ের জোরে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্য কমেছে, ফলে বিদ্যুতের উত্পাদন খরচ কমেছে। এছাড়া সরকার ভুলনীতি-দুর্নীতি পরিহার করলে কমপক্ষে সাত হাজার কোটি টাকা সাশ্রয় হবে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলন করে খুচরা পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩৫ পয়সা বাড়ানোর ঘোষণা দেয়। যা ডিসেম্বর থেকে কার্যকর হবে। এর পরে বাম দলগুলো হরতালের ঘোষণা দেয়।