স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ভিকুইন্স পলিটেকনিক ইনস্টিটিউটে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হামিদুল হক মুন্সি।
অসুস্থ হুইপ ছেলুন জোয়ার্দ্দারের জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করে সুস্থতা কামনা করে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শিক্ষক তহিদুল ইসলাম, শরিফুজজামান চৌধুরী, জাহিদ হোসেন, রেজিস্ট্রার মাসুদ রানা প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইনস্টিটিউটের শিক্ষক মো. সেলিম রেজা। ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।