সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারের কুতুবপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে অভিনব কায়দায় পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরাই ধারণকৃত চোর শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়া নতুন গ্রামের আয়ুব আলীর ছেলে আব্দুর রাজ্জাক তার পাখিভ্যানটি কুতুবপুর ইউনিয়ন পরিষদের পাশে রেখে কাঁচাবাজারের ভেতর ঝুড়ি আনতে চলে যান। ১০মিনিট পর ঝুড়ি নিয়ে ফিরে এসে পাখিভ্যানটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। আব্দুর রাজ্জাক জানান, কয়েকমাস আগে এনজিও থেকে লোন নিয়ে ও বিভিন্ন মানুষের নিকট থেকে ধার-দেনা করে নতুন পাখিভ্যানটি কিনেছি। পাখিভ্যানটি চুরি হওয়ায় এনজিও টাকাসহ মানুষের ধার-দেনা বা কি করে দেবো, সংসার বা কি করে চালাবো একথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় স্বপনের কান্নাকাটি দেখে কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক নিজ উদ্যোগে ইউনিয়নের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও চেক করে চোর শনাক্ত করেন।
উল্লেখ্য গত ১৬ অক্টোবর একই স্থান থেকে একটি আলমসাধু চুরি হয়। ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরায় ফুটেজ দেখে চোরাই আলমসাধুটি উদ্ধার করা সম্ভব হয়। এলাকাবাসীর দাবি, সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলার একটি অন্যতম বাজার। এ বাজারে চুরিসহ বিভিন্ন প্রকার অপরাধ ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন।