ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের নবগঙ্গা নদীতে অবৈধভাবে দেয়া ১৩টি বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারেন্ট ও পোনা ধরার জাল জব্দ করা হয়। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জানায় নবগঙ্গা, ফটকি ও ঝাপই নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরা ও পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছিলো। এমন সংবাদ পেয়ে সদর উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম ঘোড়শাল, ফুরসন্দি ও দোগাছী ইউনিয়নে অভিযান চালায়। এ সময় নদীর ৮টি বাঁধ অপসারণ করা হয় ও বিপুল সংখ্যক কারেন্টজাল, তার জব্দ করা হয়। এর আগেও গত সপ্তাহে ৫টি বাঁধ অপসারণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর প্রবাহে বাধা সৃষ্টি করে আসছিলো। সেখানে অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তিমির বরণ ম-ল, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।