ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে ইসলামপন্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। গতকাল সোমবার পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির খবরে আইনমন্ত্রীর পদত্যাগের কথা জানানো হয়েছে। গত রোববার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের সমঝোতার অংশ হিসেবে তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে ডন অনলাইন। পিটিভির ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রকে সঙ্কট থেকে বের করতে আইনমন্ত্রী জাহিদ হামিদ প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগী আইনমন্ত্রীকে উদ্ধৃত করে সরকারি সূত্রগুলো জানায়, আমি ব্যক্তিগতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে সরকারের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেবেন বিক্ষোভকারীরা।
সিরিয়ায় বিমান হামলায় ২১ শিশুসহ ৫৩ জন নিহত
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিগোষ্ঠীর দখলে থাকা একটি গ্রামে রোববার ভোরে রাশিয়ার বিমান হামলায় ২১ শিশুসহ কমপক্ষে ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের আল-শাফাহ গ্রামে এ বিমান হামলা চালানো হয়। প্রাথমিকভাবে রাশিয়ার এ বিমান হামলায় নিহতদের সংখ্যা ৩৪ বলা হলেও ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও অনেক লাশ উদ্ধার হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়। পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান গণমাধ্যমকে জানান, ‘দিনব্যাপী উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ সরানোর পর এ সংখ্যা বৃদ্ধি পায়।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে আসাদ সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। পর্যায়ক্রমে ভূখণ্ড পুনঃনিয়ন্ত্রণ নিতে এটি দামেস্কেকে সহায়তা করে। সিরিয়ার দেইর ইজোর হচ্ছে আইএস জিহাদিদের দখলে থাকা সর্বশেষ ভূখণ্ডগুলোর অন্যতম।
জাপানে ‘উ. কোরিয়ার’ নৌকা থেকে ৮ মৃতদেহ উদ্ধার
মাথাভাঙ্গা মনিটর: জাপানের উত্তরাঞ্চলের আকিতা উপকূলে ভেসে আসা একটি নৌকা থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাপানের কোস্ট গার্ডের ধারণা এই নৌকাটি উত্তর কোরিয়া থেকে ভেসে এসেছে। এর আগে গত সপ্তাহে একই অঞ্চল থেকে ৭০ কিলোমিটার দূরে আরেকটি নৌকা উদ্ধার হয়েছিল। কোস্টগার্ড জানিয়েছে, আমরা প্রথমবার নৌকাটি শুক্রবার দেখি কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তখন সেটি পরিদর্শন করা যায়নি। উদ্ধার হওয়া দেহগুলোর অনেকগুলো পচে গলে গেছে। উদ্ধারকর্মীদের স্ট্রেচারে করে মৃতদেহ নামাতে দেখা এক নারী বলেছেন, আমি নৌকাটিকে এতো খারাপ অবস্থায় দেখে বিস্মিত হয়েছি। এর আগে চলতি মাসে নোতো উপদ্বীপ ও ইশিকাওয়া এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি নৌকা থেকে ৭টি মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
নরওয়েতে ট্রেনের ধাক্কায় শতাধিক বলগা হরিণের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: নরওয়ের উত্তরাঞ্চলে গত কয়েকদিনে পণ্যবাহী ট্রেনের ধাক্কায় শতাধিক বলগা হরিণের মৃত্যু হয়েছে। এই হরিণ শীতকালীন অবস্থান পরিবর্তনের জন্য চলাচলের সময়ে এই ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গত শনিবার একটি ট্রেনের ধাক্কায় ৬৫টি হরিণের মৃত্যু হয়েছে, বুধবার ও শুক্রবারে মারা গেছে আরো ৪১টি। ৬৫টি বলগা হরিণের মালিক ওলে হেনরিক কাপজেল বলেন, আমি এতোটাই রাগান্বিত যে আমার মাথা ঝিমঝিম করছে। এটা একটা অর্থহীন পশু ট্র্যাজেডি, মানসিকভাবে দুঃস্বপ্নের মতো। নরওয়েতে প্রায় ২ লাখ ৫০ হাজার বলগা হরিণ রয়েছে যার অনেকগুলো প্রায় গবাদি পশুর মতো পালন করা হয়। এদের বেশিরভাগ দেশটির উত্তরাঞ্চলে। বছরের এই সময়ে হরিণের দল নিয়ে নতুন চারণক্ষেত্রে গমন করে এর পালকরা। এই পথে হরিণগুলো গাড়ি, ট্রেনের ধাক্কায় মারা যায়, অনেক হরিণ পানিতে ডুবেও মারা যায়।