ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কার্পাসডাঙ্গা ইউপি হলরুম ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টোর সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহম্মেদ, উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক খায়রুল বাশার, আনিসুল হক, বিজিবি কর্মকর্তা নুরুজ্জামান, পুলিশ কর্মকর্তা এসআই আসাদুর রহমান আসাদ ও নিকাহ রেজিস্টার শামসুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।