ভিজিডি প্রকল্পের ফিল্ড ট্রেনারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদফতরের আর্থিক সহযোগিতায় এবং রিসো বাস্তবায়িত ভিজিডি প্রকল্পের দু’দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। গত ২৫-২৬ নভেম্বর শনি ও রোববার রিসো কার্যালয়ের সভাকক্ষে আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার ফিল্ড ট্রেনারদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত ও জীবননগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা বিলকিছ। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম ও আদিল হোসেন। দুদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে ভিজিডি প্রকল্পের উদ্দেশ্য ও প্রকল্প পরিচিতি, কার্যকর অধিবেশন পরিচালনা, উপস্থাপন কলাকৌশল, ফ্যাসিলিটেটরের ভুমিকা ও বৈশিষ্ট্য, সঞ্চয় ব্যবস্থাপনা, অধিবেশন উপস্থাপন ও ফিডব্যাক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার ১২ জন ফিল্ড ট্রেনার অংশগ্রহণ করেন।-প্রেসবিজ্ঞপ্তি।