গাংনীর করমদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রাশিদুলের পরিবার। গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দাখিল করেন নির্যাতিত ছাত্র রাশিদুল ইসলামের মা।
ভুক্তভোগী ছাত্রের মায়ের অভিযোগ, প্রধান শিক্ষক আমার বড় ছেলে রাশিদুলকে লাথি মারার কারণে তার হাত ভেঙে যায়। অসুস্থ অবস্থায় সে পিইসি পরীক্ষা দিয়েছে। আমি বিচার চেয়েছি কিন্তু কেউ কোনো ব্যবস্থা করেনি। তাই নিরুপায় হয়ে শিক্ষা অফিসারে কাছে অভিযোগ করেছি। তিনি আরও বলেন, আমার ছোট ছেলে হাসিবুল ইসলাম একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র। কয়েকদিন আগে তার সহপাঠী রবিউল ইসলাম রবি কলম দিয়ে খোঁচা দিয়ে রক্তাত্ত জখম করে। দুই ছেলের চিকিৎসা করাতে গিয়ে বেশ কিছু টাকা খরচ হয়েছে। অভাবের সংসারে চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে আমি বড় বিপদে পড়েছি। এ ব্যাপারে প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি। তবে মারধরের অভিযোগ মিথ্যা বলে দাবি করে আসছেন প্রধান শিক্ষক।