স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে মাসে প্রায় ২১ লাখ ৭৩ হাজার টাকা (২৫ হাজার ৮০০ ডলার) বেতন পেতেন হাথুরু। বছরে পেতেন দুই কোটি ৬০ লাখ টাকা। কিছুদিন আগে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা বলেছিলেন, ‘বাংলাদেশের লোভনীয় বেতনের চাকরি ছেড়ে শুধু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই স্বদেশে ফিরছেন হাথুরুসিংহে।’ ‘কোনো দেশপ্রেম নয়, বছরে গুনে গুনে তিন লাখ ডলারের চুক্তিতে লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন হাথুরুসিংহে। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে এতো মোটাঅঙ্কের বেতন কোনো কোচকে দেয়া হয়নি। এই চুক্তিতে শ্রীলঙ্কায় গেলে বেতন নেয়ার দিক থেকে রেকর্ড গড়বেন হাথুরুসিংহে।’
বাংলাদেশের সঙ্গে হাথুরুসিংহের চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। এ সময়ের মধ্যে হাথুরু শ্রীলঙ্কার কোচ হতে চাইলে তাকে গুণতে হবে জরিমানা। হাথুরুসিংহেকে পেতে মরিয়া শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই জরিমানা গুনতেও রাজি। কয়েকদিন আগে হাথুরুকে শ্রীলঙ্কার কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে লিখিত বার্তাও পাঠিয়েছে লঙ্কান বোর্ড।
কয়েকদিন আগে সিডনি থেকে কলম্বো গেছেন হাথুরু। শ্রীলঙ্কার সঙ্গে চুক্তি করতে দু’দফা বৈঠকও করেছেন। এ নিয়ে লঙ্কান বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘হাথুরু আমাদের সহ-সভাপতি কানগাথারান মাথিভানানের খুব ঘনিষ্ঠ। আমরা তাকে প্রধান কোচ হিসেবে পেতে উদগ্রীব। আমাদের পক্ষ থেকে তিনি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।