দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কেশবপুর-বিষ্ণুপুর সড়কে গাছ ফেলে গরু বিক্রেতাদের পাউয়ারট্রিলার ও মোটরসাইকেল থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে লক্ষাধিক টাকা ডাাকতির ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো- বিষ্ণপুর গ্রামের নুরু ম-লের ছেলে আকরাম (৪২), একই গ্রামের আশান আলীর ছেলে রাজন (২২), আলম ম-লের ছেলে লাল্টু (৩০), রফিকুল ইসলামের ছেলে ইমরান (৩২), আলাউদ্দীনের ছেলে জসিম (২৫) এবং দলকা লক্ষ্মীপুরের ফজলু ম-লের ছেলে শিমুল (২৩)। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা আছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর শিয়ালমারী পশুহাট থেকে গরু বেচাকেনা করে বাড়ি ফেরার সময় সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর ব্রিজের অদূরে পৌঁছুলে ওতপেতে থাকা ছিনতাইকারীরা সড়কে গাছ ফেলে গতিরোধের পর অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে। ছিনতাইকারীরা গরু বিক্রেতা বিষ্ণুপুরেরর ফজলুর নিকট থেকে ৪০ হাজার, আইনাল মোল্লার নিকট ৪৪ হাজার এবং আশাবুলের নিকট ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়।