মাদরাসার উদ্দেশে বের হয়ে নিরুদ্দেশ শিশু জোবায়ের

স্টাফ রিপোর্টার: মাদরাসা শিক্ষকের পিটুনির ভয়ে মাদরাসার বদলে নিরুদ্দেশ হওয়ায় ১১ বছরের শিশু জোবায়ের হোসেনকে গতরাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ হেফাজতে রাখা হয়। খবর দেয়া হয় তার অভিভাবক কুষ্টিয়া মিরপুরের পাহাড়পুর গ্রামের ইছারুল হকের নিকট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্ত্বরের নিকটস্থ ফলের দোকানের সামনে উদাস হয়ে দাঁড়িয়ে থাকলে দোকানি তাকে পুলিশ হেফাজতে দেন।
পুলিশ হেফাজতে নেয়ার পর শিশু জোবায়ের বলে, মঙ্গলবাড়িয়ার আশরাফুল উলুম মাদরাসার হেফজ বিভাগে পড়ি। তিনজন শিক্ষকের মধ্যে মঞ্জু স্যার রোজ মারে। গত শুক্রবার বাড়ি গিয়েছিলাম। বাড়ি থেকে আব্বা ৩শ টাকা দিয়ে মাদরাসায় যেতে বলে। ওই স্যারের মারের ভয়ে মাদরাসায় না গিয়ে বাসে উঠি। বাস চুয়াডাঙ্গায় নিয়ে আসে। বাস থেকে নেমে এদিক ওদিক হাটি। শেষে ওই ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। এক প্রশ্নের জবাবে জোবায়ের বলেছে, বাড়ি যাবো, মাদরাসায় যাবো না। ওই মাদরাসা আমার ভালো লাগে না। তাও আব্বা-মা জোর করে পাঠায়। মাদরাসায় গেলেই মঞ্জু স্যার বেত দিয়ে মারে।

Leave a comment