সদর হাসপাতাল থেকে কিশোরীর লাশ সরিয়ে নেয়া হলেও দাফনের প্রস্তুতিকালে উপস্থিত পুলিশ : অবশেষে ময়নাতদন্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের দীননাথপুরের কিশোরী স্বপ্না খাতুনের লাশ গতপরশু হসাপাতাল থেকে সরিয়ে নেয়া হলেও পুলিশ গতকাল উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করিয়েছে। দাফনের প্রস্তুতিকালে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দীননাথপুর পৌছে স্বপ্না খাতুনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়। বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হলে নিজ গ্রামে নিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানা গেছে, দীননাথপুরের আবু তালেবের মেয়ে স্বপ্না খাতুনকে (১৫) মুমূর্ষু অবস্থায় গতপরশু সোমবার রাত আনুমানিক ১টার দিকে সদর হাসপাতালে নেয়া হয়। সে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে বলে তার সাথে থাকা লোকজন জানান। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। রাত ২টা ৫৫ মিনিটে মারা যায় স্বপ্না। কেনো আত্মহত্যা, কেনোই বা অপমৃত্যু হওয়া মৃতদেহ দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হলো? এসব প্রশ্ন ওঠে। খবর পেয়ে দুপুরে স্বপ্নার মৃতদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়। ওই সময় স্বপ্নার মৃতদেহ দাফনের জন্য কবরস্থানে নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছিলো। অবশ্য ওই কবরেই দাফন করা হয়, তবে ময়নাতদন্ত করতে বিলম্ব হয় কয়েক ঘণ্টা।